সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন


এসইও এমনি একটি বিপণন কৌশল, যার মাধ্যমে অর্থনীতিতে নতুন গ্রাহক নিয়ে আসা যায়। এই কৌশল আপনার ওয়েবসাইটকে গণমাধ্যম বানিয়ে ফেলে। যার জন্য কৌশল হিসেবে এটা সবচেয়ে সাশ্রয়ী। বাংলাদেশের যেসব উদ্যোক্তা একটু ইন্টারনেট সচেতন, তাঁরা নিজেদের ব্যবসায় প্রসারের জন্য নানা ধরনের ইন্টারনেট-ভিত্তিক সমাধান খোঁজেন। অনেকের কাছে দীর্ঘস্থায়ী ও অর্থনৈতিক বিপণন মাধ্যম খুবই গুরত্তপূর্ণ। আবার, বিপনণের সাফল্য নির্ভর করে সঠিক তথ্য পৌঁছানোর উপর। এসব দিক বিবেচনায়, এসইও হল সর্বোৎকৃষ্ট কৌশল। এরপরও, বাংলাদেশের প্রেক্ষাপটে উদ্যোক্তাদের মাঝে এসইও এর প্রচলন এখনও একটা বড় চ্যালেঞ্জ। এর প্রধান সমস্যা হল, ব্যাপক সচেতনতা গড়ে তোলার মত যথেষ্ট বাংলা বইপত্র, রিসোর্স, ম্যাটিরিয়াল ইত্যাদি যা আমাদের নেই। তারপরও বর্তমানে বাংলাদেশের আউটসোরসিং শিল্পে এসইও এর ব্যাপারে আগ্রহ এবং দক্ষতা আছে এমন পর্যাপ্ত সংখ্যক পেশাজীবী রয়েছেন যারা বিদেশী গ্রাহকদের জন্য এসইও করে যাচ্ছেন। তাই আমি মনে করি মোঃ মিজানুর রহমান লিখিত সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বইটি আমাদের অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখবে। আমি নিজেও বাংলাদেশের বিকাশমান এসইও শিল্পে একজন শুভাকাঙ্খি। বাংলাদেশে একে উন্নতির শিখরে নিয়ে যাবার জন্য আমাদের অনেক রিসোর্স লাগবে। আর মোঃ মিজানুর রহমান এর “সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন” বইটি সে রকম একটি রিসোর্স বটে।

0 comments:

Post a Comment

 
Top