ইংরেজীতে কিছু একটা লিখলেন, কিন্তু বুঝতে পারছেন না লিখাটাতে কোন ভুল আছে কিনা! 

মনে মনে ভাবছেন এক্সপার্ট কেউ যদি একটু চোখ বুলিয়ে দিত তবে ভালই হত! 

এমন তো আমাদের ক্ষেত্রে অহরহই হচ্ছে, কিন্তু সবসময় এক্সপার্টদের সাহায্য পাওয়া যায় কি?

এমন সমস্যায় যারা পড়েছেন তাদের জন্যে একটি সহজ সমাধান হল গ্রামার এবং স্পেল চেকিং টুল দিয়ে চেক করে নেয়া। অনলাইনে এমন অনেক গ্রামার এবং স্পেল চেকিং টুল পাওয়া যায়। তবে তার বেশীরভাগ টুলই পেইড।

আজ এমন কিছু সাইটের সাথে পরিচয় করিয়ে দিব যাতে করে ইংরেজীতে লিখা যে কোন আর্টিকেলে কোন স্পেলিং বা গ্রামাটিক্যাল ভুল আছে কিনা সেটা খুব সহজে খুজে বের করতে পারবেন। পাশাপাশি ভুলগুলো শুধরে নেয়ার জন্যে পাবেন সাজেশন।

চলুন দেখে নিই এমন কিছু অনলাইন টুল:


১. স্পেলচেকার.নেট: http://www.spellchecker.net/
২. পলিশমাইরাইটিং: polishmywriting.com
৩. গ্রামারলি: http://www.grammarly.com/
৪. স্পেলচেক প্লাস: http://spellcheckplus.com/
৫. পেপার রেটার: http://paperrater.com/


সবগুলো টুলের ব্যবহারই প্রায় কাছাকাছি, আপনার লিখাটা নিয়ে পেস্ট করে চেক বাটনে ক্লিক করলে কিছুক্ষণ পরই ভুল থাকলে সেটা মার্ক করে দেখিয়ে দিবে পাশাপাশি সেগুলো শুধরানোর জন্যে সাজেশনও পেয়ে যাবেন।

0 comments:

Post a Comment

 
Top