আপনার হয়তো অনেকেই জানেন, সকল ধরণের সৃষ্টিশীল কাজ যেমন সাহিত্যকর্ম, নাট্যকর্ম, শিল্পকর্ম, সঙ্গীতকর্ম, অডিও-ভিডিওকর্ম, চলচ্চিত্রকর্ম, ফটোগ্রাফি, ভাস্কর্যকর্ম, সস্প্রচারকর্ম ইত্যাদি তার স্রষ্টা বা রচয়িতার অনুমতি ছাড়া কপি করা বা পুনরুৎপাদন করা, অনুবাদ করা, উপযোগী করা, রুপান্তর করা বা অভিযোজন করা, তা বাণিজ্যিক বা ব্যক্তিগত, যে পর্যায়েই হোক না কেন,তা কপিরাইট ধারণা, আন্তর্জাতিক আইন, আন্তর্জাতিক চুক্তি, দেশিয় আইন,নৈতিকতা ও ইতিবাচকবোধের চরম পরিপন্থী। তাই এগুলো ব্যবহার করলে আইনের সম্মুখীন হওয়ার সম্ভবনা থাকে।

যারা ইন্টারনেটে মিডিয়া ফাইল নিয়ে কাজ করেন তারা অনেকেই জানেন এগুলো ব্যবহারের আগে সেটি কপিরাইট মুক্ত কিনা সেটি জেনে নেওয়া আবশ্যই। কারণ আপনি যদি কোনো কপিরাইটেড ছবি আপনার ওয়েবসাইটে বা অন্য কোথাও ব্যবহার করেন, সেটি ঐ ফাইলের মূল মালিক জানতে পারলে আপনার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে পারেন। তিনি আপনার সাইটের বিরুদ্ধে রিপোর্ট করতে পারেন। আপনি যদি গুগল অ্যাডসেন্স ব্যবহার করে থাকেন তাহলে অবশ্যই জানেন কপিরাইটের ছবি বা ভিডিও ব্যবহার করলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টটি ব্যান হতে পারে। তাই অবশ্যই কপিরাইট মুক্ত ছবি ব্যবহার করা উচিত।

আমাদের কাছে অনেকেই প্রশ্ন করেন, কোথায় কপিরাইট মুক্ত ছবি পাওয়া যায়। তাদের সে প্রশ্নের উত্তর আমরা দিয়ে থাকি। ডেভসটিম ইনস্টিটিউটের ফ্যানরা সবাই যাতে এই বিষয়টি জানতে পারেন তাই কপিরাইট মুক্ত ছবি পাওয়ার ৩০টি ওয়েবসাইট শেয়ার করছি আমরা। আশাকরি কাজে লাগবে।


১. মরগুফাইল http://morguefile.com/
২. ক্রিয়েটিভ কমন্স http://search.creativecommons.org
৩. স্টলভল্ট http://www.stockvault.net
৪. এভরি স্টক ফটো http://www.everystockphoto.com
৫. ফ্লিকার http://www.flickr.com/creativecommons
৬. এসএক্সইউ http://www.sxc.hu
৭. মাইক্রোসফট http://office.microsoft.com/en-us/images
৮. উইকিমিডিয়া http://commons.wikimedia.org/wiki/Main_Page
৯. ইমেজ আফটার http://www.imageafter.com/
১০. গেটদি ইমেজ http://www.gettyimages.com/
১১. করবিস ইমেজ http://www.corbisimages.com/Default.aspx
১২. ডেভিডনি ব্লাক http://imagebase.davidniblack.com/main.php
১৩. ফ্রি পিক্সেল http://www.freepixels.com
১৪. ফ্রি স্টক ফটো http://freestockphotos.com
১৫. ১২৩ আরএফ http://www.123rf.com
১৬. ওপেন স্টক ফটোগ্রাফি http://www.openstockphotography.org
১৭. ফ্রি ডিজিটাল ফটোস www.freedigitalphotos.net
১৮. অ্যানিমেশন ফ্যাক্টরি http://www.animationfactory.com/en
১৯. লাইট ম্যাটার http://www.lightmatter.net/gallery
২০. কজি http://www.kozzi.com
২১. ওপেন ফটো (http://openphoto.net
২২. ফটোপিন http://photopin.com
২৩. ইউনিইমেজ আউয়াসার্ড (http://www.uneimageauhasard.com
২৪. অ্যাফিলিক্ট http://www.afflict.net
২৫. গ্রাফিক্স অ্যারিনা http://www.graphicsarena.com
২৬. হিস্টোরিক্যাল স্টক ফটো (http://www.historicalstockphotos.com
২৭. ফটো এভরি হোয়্যার http://photoeverywhere.co.uk
২৮. ট্রিপ অ্যালবাম http://www.tripalbum.net
২৯. ফ্রি ফটো http://www.freefoto.com/index.jsp
৩০. কিভওয়্যাল http://www.kavewall.com/stock/index.html

0 comments:

Post a Comment

 
Top